বরকলে মারমাদের জলকেলি উৎসব

রাঙামাটির বরকলে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ জলকেলির উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি খেলা পরিচালনা কমিটির সভাপতি মংহ্লাচিং মারমা।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা, বরকল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহম্মদ খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, উপজেলা কার্বারি এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার করুনা মোহন চাকমা, ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, নিলাময় চাকমা, মহিলা মেম্বার মাসা মারমা, পানি খেলা কমিটির সদস্য চিংহেন রাখাইন ক্যাছেন, রাখাইন সাইচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার চাকমা প্রমুখ।

পানি খেলার পাশাপাশি নারী ও পুরুষদের আলাদা দল করে রশি টানাটানি ও পিচ্ছিল বাঁশে উঠার প্রতিযোগিতা দেয়া হয়।
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!