বন খাচ্ছে বন বিভাগ !

বন খাচ্ছে বন বিভাগ ! 1মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি : কক্সবাজার উত্তর বন বিভাগের বাঁকখালী রেঞ্জের আওতাধীন রামু উপজেলার কচ্ছপিয়ায় সরকারী সমাজিক বনায়ন উজার ও বনায়নের জায়গা বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে, তারা কিছুই জানেনা বলে অভিযোগটি অস্বিকার করেছেন ।
স্থানীয়রা অভিযোগ করেন, একটি চক্র বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে জায়গা বিক্রয় করছে। যার কারণে এলাকায় সবসময় জগড়া লেগেই আছে।
এ ব্যাপারে প্রশাসন নিরব থাকায় ঐ চক্রটি সমাজিক বনায়নের গাছ কেটে সেখানে গড়ে তুলেছে জোপড়ি ঘর। সুযোগ হলেই তারা উজাড় করে বাগানের গাছপালা। চড়া মূল্যে বিক্রি করছে সুবিধা বিভিন্ন জায়গা ।
নাম প্রকাশ না করার শর্তে এক মুরব্বী জানান, রামু বাঁকখালী রেঞ্জের অধীনে আদর্শ গ্রাম হাতি মারা, মৌলভীর কাটা, কচ্ছপিয়া সহ শত শত একর জায়গায় সরকারীভাবে সৃজিত বনায়ন রক্ষণাবেক্ষণা নিয়োগ পায় শত শত উপকার ভোগী পরিবার। তারাই এখন ভক্ষক হয়ে বিক্রি করছে এসব। তারা বন বিভাগে নিয়োগ পেয়ে নিজেরাই বন খাচ্ছে ।
খোঁজ নিয়ে জানা যায়, হাতি মারা ও আদর্শ গ্রামের মৃত্যু নজির হোসনের ছেলে আব্দুল হাকিম এক একর , অছিউর রহমানে ছেলে রশিদ আহমদ নব্বই শতক, শরুপ হোসনের ছেলে মোহাম্মদ ইসলাম এক একর ত্রিশ শতক, মুজিবুর রহমানে ছেলে আলী রাজ্জাক পাঁচ একর পঞ্চাশ শতক, নাছির আহমদের ছেলে মোঃ হোসেন পঞ্চাশ শতক , আজিজুর রহমানে ছেলে হাকিম আলী দুই একর, রহিম মিয়াজি নব্বই শতক বনের জায়গা বিক্রী করেছে ।
এ ব্যাপারে বাকখালী রেঞ্জের বিট অফিসার মোঃ আশরাফুল ইসলামে কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সরকারী জায়গা কিভাবে বিক্রি করে আমার জানা নেই। তবে, বিষয়টি খতিয়ে দেখা হবে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!