বন্ধ হল কওমী মাদ্রাসাও

স্বতন্ত্র বোর্ডের আওতাধীন কওমী মাদ্রাসাগুলোও অবশেষে বন্ধ ঘোষণা করা হল। মঙ্গলবার (১৭ মার্চ) কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া করোনা মোকাবিলায় এ ঘোষণা দিয়েছে।

মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া’র কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

বাংলাদেশর মাদ্রাসা শিক্ষাব্যবস্থা দুই ধারায় বিভক্ত— আলিয়া ও কওমী। চট্টগ্রামের সবচেয়ে বড় কওমী মাদ্রাসা হাটহাজারী মইনুল উলুম, নাজিরহাট বড় মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, নানুপুর বড় মাদ্রাসা, পটিয়া, জিরি মাদ্রাসাসহ মিলে ৩ হাজারেরও বেশি মাদ্রাসায় প্রায় ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের বেশিরভাগই আবাসিক শিক্ষার্থী। আলিয়া মাদ্রাসা সরকারের আওতাধীন সকল ছুটি অনুসরণ করলেও কওমী মাদ্রাসাগুলো বেফাকুল মাদারসিলি কওমিয়া (বেফাক) বোর্ডের আওতাধীন হওয়ায় তাদের নিজস্ব ছুটি অনুসরণ করে। এজন্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণায় কওমী মাদ্রাসাগুলোতে বন্ধের ঘোষণা এল দেরিতে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!