চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়/ হরতালে বাস চলাচল বন্ধ থাকলেও শাটল ট্রেন চলবে

জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের রোববারের (৭ জুলাই) সকাল-দুপুর হরতালের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন পুল থেকে কোন ধরনের যানবাহন ছেড়ে যাবে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের বহনের যানবাহন চলাচল না করলেও বিশ্ববিদ্যালয় রুটের শাটল ট্রেন চলাচল করবে। তবে একই রুটে চলাচলকারী ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে। এসব তথ্য নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী, সহকারী প্রক্টর রেজাউল করিম ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. রাশেদ উন নবী।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ-ইনস্টিটিউট সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!