বন্দর নিয়ে ইতিবাচক সংবাদ পরিবেশনের অনুরোধ নৌ-প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরের বিষয়ে খবর পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের ইতিবাচক হওয়ার আহ্বান জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৪ সেপ্টেম্বর) বন্দর প্রশিক্ষণ ইন্সটিটিউটে চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সম্প্রতি সিঙ্গাপুরে ডেঙ্গু রোগে ২ জন রোগী মারা যাওয়ার পরও সে দেশের গণমাধ্যম ওই খবর প্রচার করেনি। একটি নেতিবাচক সংবাদের কারণে ওই প্রতিষ্ঠান এবং দেশ সম্পর্কে বিশ্বপরিমন্ডলে নেতিবাচক প্রভাব পড়ে।’

তিনি বলেন, ১০ বছর আগেও চট্টগ্রাম বন্দর পরিচালিত হতো একটি রুটিন ওয়ার্কের মধ্য দিয়ে। বর্তমানে এটি বিশেষায়িত বন্দর। আশা করছি আগামী নভেম্বরের মধ্যে বন্দর পুর্ণাঙ্গ ব্যবস্থাপনায় যেতে পারবে।

নৌ-মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বন্দর পিছিয়ে থাকবে না। বন্দরের ইতিবাচক সংবাদ তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভুমিকা রয়েছে। অনেক সময় দেখা যায় যে একটি ছোট দুর্ঘটনা অনেক বড় করে দেখানো হয়। এতে দেশের ভাবমুর্তি নষ্ট হয়। চট্টগ্রাম বন্দর নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো যত্নবান হতে হবে। দেশের ভাবমূর্তির সাথে জড়িত এমন সংবাদ পরিবেশনে সতর্ক হতে হবে।’

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!