বন্দর ছেয়ে গেছে পোস্টারে, আচরণবিধি মানছে না কেউ

সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের নির্বাচন

নির্বাচনী আচরণবিধি না মেনে চট্টগ্রাম কাস্টম ও বন্দরের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টার সেঁটেছে সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন নির্বাচনের প্রার্থীরা। বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল তানভীর আহমেদ জায়গীরদার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মাহবুব মিন্টুকে ডেকে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। অবিলম্বে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা ও দেয়াল থেকে পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ এপ্রিল চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের প্রায় ৫ হাজার ৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

c&f-agents-chittagong-port

বন্দর পরিচালকের (নিরাপত্তা) নির্দেশ পেয়ে মাহবুব মিন্টু টেলিফোনে নির্বাচনী প্যানেল প্রধানদের দেয়াল থেকে পোষ্টার সরিয়ে নিতে বলেছেন। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য সোমবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর আগ্রাবাদের বারিক বিল্ডিং এলাকার নির্বাচনী কার্যালয়ে বৈঠক ডেকেছেন।

সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার মাহবুব মিন্টু বলেন, আগামী ৩০ এপ্রিল সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীরা বন্দর কাস্টম, জেটিসহ বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টার লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন।

প্রধান কমিশনার মাহবুব মিন্টু বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে প্রার্থীদের ডাকা হয়েছে। সোমবার বিকেলে নির্বাচনী কার্যালয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মিল্টন-মোশারফ পরিষদের সভাপতি প্রার্থী কাজী খায়রুল বাশার মিল্টন বলেন, কে শোনে কার কথা। সবাই দেয়ালে পোস্টার সেঁটেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!