বন্দরে ৩০ ফুট উপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের এনসিটি-১১ নম্বর বার্থে কাজ করার সময় আহত হয়ে মো. সোহাগ (৪০) নামের এক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছে। সোমবার (১০ জুন) বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ নোয়াখালীর সফিউল্লাহর পুত্র। তিনি সিইপিজেডের নিউমুরিংয়ের এনসিডি গেইট এলাকায় থাকতেন। তিনি এঅ্যান্ডজে এন্টারপ্রাইজের ল্যাসিং নামের কোম্পানিতে কাজ করতেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর বার্থের ২ নম্বর জেটিতে এনসিসি সিঙ্গাপুর নামে জাহাজে কাজ করার সময় প্রায় ৩০ ফিট উপর থেকে জাহাজে রাখা কনটেইনারের উপর পড়ে গুরুতর আহত হন সোহাগ। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। আশংকাজনক অবস্থায় তাকে বিকাল চারটার দিকে চমেক হাসপাতালে আনা হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এক ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএ /এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!