বন্দরে স্বাভাবিক হচ্ছে কন্টেইনার ডেলিভারি

আটদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডেলিভারি স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেকে নেমে আসার পর ধীরে ধীরে এ অবস্থা্র উন্নতি হচ্ছে। বৃষ্টি থামায় গত পাঁচদিনের ব্যবধানে বেড়েছে কন্টেইনার ডেলিভারি সংখ্যা। সেই সাথে কমছে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে জমে থাকা কন্টেইনারও। গত পাঁচদিনের কন্টেইনার ডেলিভারির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, কন্টেইনার ডেলিভারি বেড়েছে ১ হাজার ৩শ। ইয়ার্ড থেকে কমেছে ২ হাজার ৮ শ কন্টেইনার।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ১৪ জুলাই সকাল আটটা পর্যন্ত বন্দরে কন্টেইনার ছিলো ৪৪ হাজার ৪ শ ৮৭ । ডেলিভারি বাড়ার কারণে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল আটটা পর্যন্ত কন্টেইনার রয়েছে ৪২ হাজার ৬ শ ৮৭। পাঁচদিনের ব্যবধানে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার কমেছে ২ হাজার ৮ শ।

উন্নতি হয়েছে কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রেও। ১৪ জুলাই কন্টেইনার ডেলিভারি হয় ২ হাজার ৪শ ৫। ১৫ জুলাই ৪ হাজার ৪শ ৭, ১৬ জুলাই ৪ হাজার ২৬, ১৭ জুলাই ৩ হাজার ৯শ ২৯ এবং ১৮ জুলাই সকাল আটটা পর্যন্ত কন্টেইনার ডেলিভারি হয় ৩ হাজার ৭শ ৫০ কন্টেইনার।

তবে বৃষ্টি থামলেও কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানজট। চট্টগ্রাম নগরের ঢাকা চট্টগ্রাম ট্র্যাংক রোড, বিমানবন্দর সড়ক, টোল রোড, পোর্ট কানেকটিং রোডে সীমাহীন যানজটের কারণে দিনের বেলায় কন্টেইনার খালাস দিতে বেগ পেতে হয় বন্দর কর্তৃপক্ষকে। যদিও রাতে যানজট না থাকায় কন্টেইনারগুলো ওই সময়ে খালাস দেয়া হয়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, যানজটের কারণে দিনের বেলায় কন্টেইনার খালাসে কিছুটা ধীরগতি হলেও রাতে নিরবিচ্ছিন্নভাবে কন্টেইনার খালাস দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে ডেলিভারি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!