বন্দরে ভারতীয় জাহাজ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর

বন্দরে ভারতীয় জাহাজ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর 1বিশেষ প্রতিনিধি : ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রান সামগ্রী নিয়ে ভারতীয় নৌবাহিনীর জাহাজ “আইএনএস সুমিত্রা” চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ৭টায় বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপটেন জুলফিকার আজিজ, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জাহাজটিকে স্বাগত জানান।

পরে ভারতীয় নৌ কর্মকর্তারা অনুষ্ঠানিক ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।

ঘূর্ণি দুর্গতদের জন্য আনা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- শুকনা খাবার (প্যাকেট), কম্বল, ঔষধ সামগ্রী। সকাল পৌনে ১০টায় ভারতীয় নৌ কমকতারা আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ সামগ্রী বাংলাদেশের কাছে হস্তান্তর করেন।
এসময় চট্টগ্রাম চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, এসব ত্রাণ আগামী কয়েকদিনের মধ্যে ক্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পরামর্শক্রমে কক্সবাজার মহেশখালী, টেকনাফসহ আক্রান্ত এলাকা সমূহে বিতরণ করা হবে।

ত্রাণ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশনার বর্ধন সিংলা, সহকারী হাই কমিশনার সুমনাথ হাওলাদার এবং বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা।

জেলা প্রশাসক আরো জানান, ত্রাণ সামগ্রী নিয়ে আরো একটি ভারতীয় জাহাজ ২/৩ দিনের মধ্যে বাংলাদেশে আসবে |

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!