বন্দরে ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিক উদ্ধার

বন্দরে ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিক উদ্ধার 1নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার শেষে তাদেরকে কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুলে এনে প্রাথমিক চিকিৎসা খাবার ও কাপড় প্রদান করা হয়।

কোস্টগার্ড পূর্বজোনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে নিম্মচাপের প্রভাবে সৃষ্ট প্রচন্ড বাতাস ও ঢেউয়ের কারনে বর্হিনোঙরের পতেঙ্গা এলাকায় এম ভি হাজী কায়েদ নামক একটি লাইটার জাহাজের তলা ফেটে গিয়ে পানি ঢুকতে শুরু করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উক্ত জাহাজের ১৩ জন সদস্যকে জীবিত উদ্ধার করে।
.

কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃতদের জাহাজের মালিকপক্ষ এবং লাইটার ভেসেলে এসোসিয়েশনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে নিজ নিজ গন্তব্যস্থলে পৌছে দেয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!