বন্দরে কন্টিনেন্টাল ইয়ার্ডের লরির চাপায় প্রাণ গেল কর্মচারির

চট্টগ্রাম বন্দরের কন্টিনেন্টাল ইয়ার্ডের কনটেইনারবাহি লরির ধাক্কায় মাসুদ রানা (৩১) নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকাল ৪ টায় ৮ নম্বর ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা কুষ্টিয়া জেলার বেড়ামারা থানার ইসলামপুরের মৃত জয়নাল আবেদীনের পুত্র। তিনি চট্টগ্রাম বন্দরের যান্ত্রিক অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নগরের পাহাড়তলী চাঁনমিয়া রোডের রাজভিলায় অস্থায়ী বসবাস করেন।

নিহতকে চমেক হাসপাতালে নিয়ে আসা শাহিনুর বলেন, ‘তিনি বাসা থেকে মোটরসাইকেলে করে বন্দরে কাজে যেতে বের হন। এসময় ৮ নং ইয়ার্ডে আসলে একটি মালবাহী লরি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, ‘বিকেল ৫ টার দিকে চট্টগ্রাম বন্দরে লরির ধাক্কায় আহত এক কর্মচারীকে চমেক হাসপাতালে হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত মাসুদ বন্দরের কর্মচারি।

মুআ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!