বন্দরে এলো নতুন ৪ গ্যান্ট্রি ক্রেন

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আমদানি করা হলো আরো চারটি নতুন (কি গ্যান্ট্রি ক্রেন)। চীন থেকে আমদানিকৃত ক্রেনগুলো বুধবার (২৪ জুলাই) বিকেলে বন্দরের জেটিতে আনা হয়। এমভি ডিবু-৩ নামের জাহাজটি গ্যান্ট্রি ক্রেন নিয়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ১ ও ২ নম্বর জেটিতে ভিড়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বন্দরের দুজন পাইলট বহির্নোঙ্গর থেকে গ্যান্ট্রি ক্রেনবাহী জাহাজটিকে বুধবার (২৪ জুলাই) বিকেলে বন্দরের মুল জেটিতে নিয়ে আসে। বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ আশপাশের ছোট ছোট নৌযান ও লাইটার জাহাজগুলো সরিয়ে দিয়ে জাহাজটি নির্বিঘ্নে জেটিতে আসতে সহযোগিতা করে।

এই ক্রেনগুলো অপরাশেনাল কাজ শুরু করতে পারলে বড় জাহাজের কনটেইনার হ্যান্ডেলিং করতে পারবে। কমিশনিং, ইনস্টলেশন, পরীক্ষামূলক পরিচালনা শেষে আগস্টের দ্বিতীয় সপ্তাহে অপারেশন শুরু করা সম্ভব হবে আশা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বুধবার চীন থেকে চারটি কী গ্যান্ট্রি ক্রেন চট্টগ্রাম বন্দরে এসে পৌছে। এই ক্রেনগুলো অপারেশনাল কাজ শুরু করলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বেড়ে যাবে।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!