বন্দরের সভা থেকেই হুইপ সামশুলের করোনা, ২০ দিন পর সুস্থ

প্রায় ২০ দিন পর করোনামুক্ত হলেন পটিয়ার সাংসদ সদস্য সামশুল হক চৌধুুরী। সোমবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হুইপপুত্র চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

এর আগে গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে হুইপ শামসুল করোনা আক্রান্ত হন বলে নিশ্চিত হয় চিকিৎসকরা।

নাজমুল করিম চৌধুরী শারুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এরপর থেকে বাবা শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকেন। ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। রিপোর্টে করোনা পজিটিভ আসে।’

তিনি বলেন, এরপর তাকে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে করোনামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

জানা যায়, করোনাকালে পটিয়ার মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পাঠানো এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হুইপ শামসুল হক চৌধুরী মাঠ পর্যায়ে দিনরাত কাজ করেছেন। পটিয়ায় তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬৫ হাজার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া তিনি পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা করোনা ওয়ার্ড স্থাপন করেন। পাশাপাশি সংসদ অধিবেশনসহ রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত অংশ নেন তিনি।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!