বন্দরের দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বন্দরের দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা 1বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরকে দুর্নীতি থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নাগরিক উদ্যোগ আয়োজিত জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক সমাবেশে তিনি এ আহ্বান জানান। গোসাইলডাঙ্গা ওয়ার্ডের এম কি প্লাজার সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ।

সমাবেশে সুজন বলেন, মন্ত্রণালয় ও মন্ত্রীর অযাচিত এবং বিধিবহির্ভূত হস্তক্ষেপ, খবরদারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে হুকুমের গোলামে পরিণত করেছে। বন্দর কয়েকদিন পরপর পত্রিকায় তাদের কৃতিত্বের খবর পাঠায়। কিন্তু কি অবর্ণনীয় হয়রানির মধ্য দিয়ে দেশের আমদানি রপ্তানিকারকরা বন্দর ব্যবহার করতে বাধ্য হচ্ছে সে খবর কেউ রাখে না।

‘বন্দর কর্তৃপক্ষ স্থানীয় মানুষের কল্যাণে কোন স্কুল, কলেজ, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, খেলার মাঠ করছে না। সর্বশেষ প্রতারনা করেছে নৌপরিবহন মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর নামে একটি বিশেষায়িত হাসপাতাল করার ঘোষনা দিয়ে। এ বিষয়ে ভারতের প্রখ্যাত শল্যচিকিৎসক দেবী শেঠীর সাথে এম ইউ স্বাক্ষর করে ওই হাসপাতালের নির্ধারিত স্থানে গড়ে তুলেছে কন্টেইনার ইয়ার্ড।’

ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ কোম্পানি, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইসকান্দর, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম. হাসান মুরাদ, বন্দর থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন মেম্বার, নাগরিক উদ্যোগের সচিব হাজী হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক মো. ফোরকান প্রমুখ বক্তব্য রাখেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!