বন্দরের কনটেইনার বের করে নিয়ে যাচ্ছিল ট্রাকচালক!

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকা থেকে পণ্যভর্তি নিলামযোগ্য একটি কনটেইনার অবৈধভাবে বের করার চেষ্টাকালে এক ট্রাক চালককে আটক করেছে নিরাপত্তারক্ষীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বন্দরের পাঁচ নম্বর ইয়ার্ড থেকে নুরুল হুদা নামের ওই ট্রাক চালককে আটক করা হয়।

জানা যায়, কনটেইনারটিতে তৈরি পোশাক শিল্পের পণ্য ছিল। সারিবদ্ধভাবে রাখা কনটেইনার থেকে একটি কনটেইনার বন্দরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ট্রাক চালক নুরুল হুদা। তার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নুরুল হুদাকে আটক করতে সক্ষম হয় বন্দরের নিরাপত্তা বিভাগের নিরাপত্তা কর্মীরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিরাপত্তা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেজর রেজাউল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, চালক নুরুল হুদা কারো সাথে ফোনে যোগাযোগ করে বন্দরে প্রবেশ করেছিল। তার বৈধ কাগজপত্র ছিল না। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় গোয়েন্দা দল থাকে জিজ্ঞাসা করে জানতে পারে, সে একটি অকশন কনটেইনার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তাকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!