বদলি হলেন পেকুয়ার সেই ইউএনও সাঈকা সাহাদাত

কক্সবাজারের পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে সরকারের পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক আদেশে তাকে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বদলি করা হল।

গত বছরের ২০ আগস্ট বিসিএস (প্রশাসন) ৩১ তম ব্যাচের সদস্য সাঈকা সাহাদাত ইউএনও হিসেবে নিযুক্তি পেয়ে পেকুয়া উপজেলায় যোগ দেন।

পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে ১৫ টন চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠলে চলতি বছরের ৩০ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়। ওই ঘটনায় টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে অবশ্য ২০ ঘণ্টার মাথায় সাঈকা সাহাদাতের সেই বদলি আদেশ স্থগিত করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!