তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিল ৫ জেলে

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ‘ইয়াসিন’ নামে একটি ফিশিং বোর্ড থেকে ৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কক্সবাজারের মহেশখালী হতে প্রায় ১০ মাইল দূরে ভাসমান অবস্থায় বোটটি জেলে সহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. ইয়াসিন (১৮), ওমর ফারুক (১৬), মত্তুল হোসেন (১৫), আনসারুল ইসলাম (১৫) ও নাজিম উদ্দিন (১৫)। তারা সকলে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।

নৌবাহিনী জানায়, গত ১৭ ডিসেম্বর পাঁচ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে গত তিন দিন ধরে সমুদ্রে ভাসমান অবস্থায় ছিল। এসময় জেলেরা সেখানে তীব্র পানি ও খাদ্য সংকটে ভুগছিল। বৃহস্পতিবার সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ‘সাগর’ভাসমান ফিশিং বোটটি দেখতে পায় এবং দ্রুততার সঙ্গে সেখান থেকে জেলেদের উদ্ধার করে।

নৌবাহীনির সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা উদ্ধার হওয়া জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করেন। পরে জেলেসহ বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের নিকট এনে বোটের মালিকের কাছে তাদের হস্তান্তর করা হয়।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!