বঙ্গোপসাগরে ডুবে গেলো জাহাজ, ৮ জন নিখোঁজ

বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আবুল খায়ের গ্রুপের এমভি টিটু-১৪ নামে সিমেন্টের ক্লিঙ্কারবোঝাই জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় নাবিকসহ আটজন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি এ জাহাজটি ডুবে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘কোনো যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এ জাহাজটি ডুবে যেতে পারে বলে আমরা ধারণা করছি। জাহাজটিতে নাবিকসহ মোট ১৪ জন ছিলেন। কোস্টগার্ড ৫ জনকে উদ্ধার করতে হয়েছে। বন্দরের টিম উদ্ধার করতে পেরেছে একজনকে। বাকি আটজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!