বঙ্গবন্ধু সবসময়ই শোষিত মানুষের অধিকারের কথা বলেছেন: নওফেল

ভৌগলিক স্বাধীনতা অর্জনের পর দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার যে দ্বিতীয় বিপ্লব বঙ্গবন্ধু শুরু করেছিলেন তা সফল করে শোষিত মানুষের বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নওফেল বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। কিন্তু আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবো, বঙ্গবন্ধু শুধু ভৌগলিক স্বাধীনতা চাননি। তিনি সবসময় শোষিত মানুষের অধিকারের কথা বলেছেন। শুধু ভৌগোলিক স্বাধীনতা নয়, আমাদের উচিৎ সাম্য-মৈত্রী- শান্তি ও প্রগতির জয়যাত্রা রচনায় কাজ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে আরাধ্য জয়যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। আমরা অবশ্যই উনার নেতৃত্বে সুন্দর আগামী প্রতিষ্ঠা করবই।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তারা বঙ্গবন্ধু হত্যা মামলার পালাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে জোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির কথা বলি, আমরা অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি। এজন্য যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ দেখেছেন তাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।’

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থগিত হওয়া চসিক নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় দণ্ডিত যেসব আসামি বিদেশে পালিয়ে আছে, অব্যাহত ও জোরদার কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। রায় কার্যকর করতে হবে। তবেই ইতিহাসে বাঙালি জাতি দায়মুক্ত হবে।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বঙ্গবন্ধু সবসময়ই শোষিত মানুষের অধিকারের কথা বলেছেন: নওফেল 1

উপস্থিত ছিলেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ ‍বক্তব্য রাখেন। এসময় নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, মোহাম্মদ শহীদুল আলম, জহরলাল হাজারী প্রমুখ।

এর আগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ শেষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে ৯টা ৩০ মিনিটে জননেতা জহুর আহমদ চৌধুরীর কবর প্রাঙ্গণে বৃক্ষ রোপণের পরে রীমা কনভেনশন সেন্টারে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফজল কবির মিন্টু।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!