বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবলের বিভাগীয় সেমিফাইনাল মঙ্গলবার

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চারটি সেমিফাইনাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বঙ্গমাতার সেমিফাইনালে রাঙামাটি জেলা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বিপক্ষে এবং ফেনী জেলা দল খাগড়াছড়ি জেলা দলের বিপরীতে খেলবে। অন্যদিকে বঙ্গবন্ধু সেমিফাইনালে কক্সবাজার জেলা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বিপক্ষে এবং ফেনী জেলা দল চাঁদপুর জেলা দলের বিপরীতে খেলবে।

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) এম এ আজিজ স্টেডিয়ামে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু উভয় বিভাগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে রাঙামাটি জেলা দল ৪-০ গোলে কক্সবাজার জেলা দলকে পরাজিত করে। সকাল ১০টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফেনী জেলা দল ১-০ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে, বেলা ১১টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে খাগড়াছড়ি জেলা দল বান্দরবান জেলা দলকে ১-০ গোলে এবং বেলা ১২ টায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ৬-০ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে।

একই সময়ে স্টেডিয়ামের অন্যপ্রান্তে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু প্রাথমিক ফুটবলের চারটি কোয়ার্টার ফাইনাল। প্রথম খেলায় কক্সবাজার জেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে রাঙামাটি জেলা দলকে, দ্বিতীয় খেলায় ফেনী জেলা দল ২-১ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে, তৃতীয় খেলায় চাঁদপুর জেলা দল ২-০ গোলে বান্দরবান জেলা দলকে এবং চতুর্থ খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ২-০ গোলে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

আগামী ৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!