‘বঙ্গবন্ধু টানেল প্রকল্পের কাজ শেষ হলে পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের চিত্র’

শেখ হাসিনার সরকারের যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়নের যে মেগা প্রকল্পগুলোর কাজ চলছে তা এ প্রজন্মের জন্য নতুন উপহার। বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ হলে পাল্টে যাবে দক্ষিণ চট্টগ্রামের চিত্র।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে ও অনুপম চক্রবর্ত্তী বাবু-আবদুল মালেকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরী, ভূমিমন্ত্রী রাজনৈতিক সচিব ও একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!