ফ্লেভারস সুইটস এন্ড বেকার্সকে পরিবেশের জরিমানা

নগরীর সাগরিকা শিল্প এলাকার ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকার্সকে ৯ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সেটলিং ট্যাংক অকার্যকর রেখে বাইপাসের মাধ্যমে মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত ১৫ অক্টোবর অভিযান শেষে শুনানিতে হাজিরার জন্য নোটিশ দেয়া হয় ফ্লেভারস সুইটস এন্ড বেকার্সকে। মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় আজ শুনানি শেষে তাদের ৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে অবিলম্বে পূর্ণাঙ্গ ও কার্যকর ইটিপি স্থাপনের নির্দেশ দেয়া হয়।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!