ভিডিও/ ফ্লাইওভারে প্রতিযোগিতা, ট্রাকের নিচে ঢুকে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা করতে গিয়ে চট্টগ্রামের মুরাদপুর ফ্লাইওভারের ওপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পথচারীরা গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া।

তিনি জানান, নিহত দুই যুবক হলেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের মো. আব্বাস আলী (১৯) এবং চট্টগ্রামের বহদ্দারহাটের মাঝিরপাড়া এলাকার মুন্না (১৮)। দুজনের লাশই মর্গে পাঠানো হয়েছে।

আহত দুজন হলেন রাফি (২২) ও রিফাত (২২)। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

জানা যায়, ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের চাকা নষ্ট হওয়ায় সেখানেই চাকাটি মেরামত করা হচ্ছিল। এ সময় ইয়ামাহা এফআই ও টিভিএস আরটিআর মডেলের দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে ওই কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়।

ওই দুই মোটরসাইকেলের চার আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর একজন। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, ফ্লাইওভারের ওপর অন্তত চারটি মোটরসাইকেল পরস্পরের সঙ্গে দ্রুতগতিতে চালানোর প্রতিযোগিতা করছিল।

তাদের নিয়ে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, অসতর্কতার কারণে এই দুর্ঘটনা হলেও কিছুদিন ধরে ফ্লাইওভারে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

এইচটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!