ফোনে ঝগড়ার পরই চট্টগ্রামে তরুণী গৃহবধূর আত্মহত্যা

তীব্র হতাশায় নিজেই নিজের মৃত্যু ডেকে নিলেন শায়লা শারমীন নামে চট্টগ্রামের এক গৃহবধূ।

রোববার (১১ জুলাই) রাত সাড়ে নয়টায় শ্বশুরবাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন শায়লা শারমিন নামের ২৯ বছর বয়সী ওই নারী। চট্টগ্রাম নগরীর অক্সিজেন কাঁচাবাজারের পাশে চৌধুরী নিবাসের চারতলায় শায়লার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, মানসিক হতাশা থেকে শায়লা শারমিন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার বাবা সুজাউদ্দৌলা ভূইয়া।

জানা গেছে, গৃহবধূ শারমিনের স্বামী বিদেশে থাকলেও তাকে নিয়মিত টাকা-পয়সা পাঠানো হতো না। যোগাযোগও সেভাবে রাখতেন না প্রবাসী স্বামী। এসব নিয়ে রোববার (১১ জুলাই) দুপুরে স্বামীর সাথে শারমিনের ঝগড়া হয় ফোনে। রাতে আবারও এক দফা ঝগড়া হয়।

জানা গেছে, এরপর শ্বশুরবাড়ির নিজ ঘরেই ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শায়লা শারমিন।

পরে পরিবারের অন্য সদস্যরা আশংকাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্বশুরবাড়িতে আত্মহত্যা করলেও বাবাই শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানিয়েছেন এএসআই শীলাব্রত বড়ুয়া। তবে শারমিনের বাবা সুজাউদ্দৌলার ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

আইএমই/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!