ফোনেই নিন মনের অসুখের চিকিৎসা

ঘরবন্দি থেকে মানসিক চাপ

লকডাউন, অনেক দিন ঘরবন্দি থাকা বা সামাজিক দূরত্বের নিয়মকানুন মানতে গিয়ে অনেকের মধ্যেই মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। অনেকেই আবার চাকরি বা উপার্জন হারানোর দুশ্চিন্তায় আক্রান্ত হচ্ছেন। ঘরবন্দি হয়ে থাকা মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এবার চালু হল টেলিফোনে কাউন্সেলিং সেবা— ‘মনের যত্ন মোবাইলে’। করোনাভাইরাসে বর্তমানে ঘরবন্দি হয়ে সারা দেশের মানুষই। সোমবার (২০ এপ্রিল) চালু হয় সেবাটি।

মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও হতাশায় আক্রান্ত ব্যক্তিরা সেবা পাবেন টেলিফোনের এই কাউন্সেলিংয়ে। এজন্য ফোন করতে হবে ০১৭০৯-৮১৭১৭৯ হটলাইন নম্বরে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টেলিফোনে বিশেষজ্ঞরা সরাসরি কথা বলবেন এবং প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেবেন।

দেশব্যাপী এই সেবা চলবে। নভেল করোনাভাইরাসজনিত মহামারীর কারণে মানসিকভাবে বিপর্যস্ত যে কেউ এই সেবা নিতে পারবেন। মোবাইল ফোনে এই সহায়তা সেবা দেওয়ার জন্য থাকছেন ২৮ জন মনোবিদ ও পরামর্শদাতা। তাদের প্রত্যেকেই সাধারণ মনোবিজ্ঞান, কাউন্সেলিং সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে প্রশিক্ষণপ্রাপ্ত।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক (পিএইচডব্লিউসি) এবং মানসিক সহায়তা হেল্পলাইন ‘কান পেতে রই’ যৌথভাবে এই প্ল্যাটফর্ম চালু করেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!