ফেসবুক-ইউটিউব গ্রাহকের তথ্যভাণ্ডার বাংলাদেশে রাখতে মরিয়া সরকার

ফেসবুক ও গুগলসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ‘বিষয়বস্তু’ মোছার জন্য সরকার বারবার অনুরোধ জানালেও তারা সেই অনুরোধ রাখছে না। এজন্য সামাজিক যোগাযোগের এই জায়ান্টদের বাংলাদেশের ভেতরে অফিস স্থাপন ছাড়াও গ্রাহকের তথ্যভাণ্ডার (সার্ভার) বাংলাদেশেই রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রয়োজনে সরকার তথ্য সুরক্ষা আইনের অধীনে তার নাগরিকদের ‘তথ্য’ রক্ষা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) আয়োজিত একটি প্রচারাভিযানের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক, গুগল এবং ইউটিউবকে বাংলাদেশে তাদের অফিস স্থাপন করতে হবে— যাতে দেশের নাগরিকদের ‘তথ্য’ বিদেশি কোম্পানির হাতে না পড়ে।

এর আগে ঢাকায় আসা ফেসবুকের একটি প্রতিনিধিদল জানিয়েছিল, বাংলাদেশে ফেসবুকের বর্তমানে যে বাজার, তা অফিস করার জন্য যথেষ্ট নয়। পরে অবশ্য গত সেপ্টেম্বরে সাবহানাজ রশীদ দিয়াকে বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার নিয়োগ দেয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

‘সত্যকে জানুন’ নামের এক বিশেষ প্রচারণার মাধ্যমে ঢাকাকে দ্বিতীয় সক্রিয় ব্যবহারকারী হিসেবে নির্বাচিত করেছে ফেসবুক— এই তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রায় ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। একটা স্বার্থান্বেষী মহল এটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। আমরা এটা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘বারবার অনুরোধ সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কথা শুনছে না। বাংলাদেশের জন্য ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং আইনগতভাবে ক্ষতিকর বিষয়বস্তু মুছে ফেলা উচিত।’

তিনি বলেন, ‘জায়ান্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো বিজ্ঞাপন খাতে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আয় করেছে। কিন্তু সরকারকে ভ্যাট দেয়নি। এজন্যই আমরা এনবিআরের কাছ থেকে সাহায্য চেয়েছি।’

উল্লেখ্য, গুজবমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে অনলাইনে ‘ভুল তথ্য ও অপপ্রচারের’ বিরুদ্ধে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও এলআইসিটি প্রকল্প যৌথভাবে ৮ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক সচেতনতামূলক প্রচারণা শুরু করে। তাদের ভাষ্যমতে, এই প্রচারণার বার্তা প্রায় ৫০ লাখ মানুষের কাছে পৌঁছেছে, যার মধ্যে ১২ লাখ ফেসবুক ব্যবহারকারীও রয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!