ফেসবুকে নারী সাংবাদিককে কুপ্রস্তাব, লোহাগাড়ায় জিডি

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে সেলিম উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী এক নারী সংবাদকর্মী। অভিযুক্ত সেলিম উদ্দিন একটি বেসরকারি টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার (এএসআই) মোহাম্মদ শফিউল্লাহ। তিনি বলেন, সোমবার (৯ ডিসেম্বর) সেলিম উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি জিডি (৩৫৪) করেন ভুক্তভোগী এক নারী।

লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে কেউ কোনো ধরনের অপকর্ম করলে পার পাওয়ার সুযোগ নেই। অভিযুক্তকে শাস্তির আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!