করোনা নিয়ে ফেসবুকে বিষোদগার, কক্সবাজারে একব্যক্তি আটক

দেশের করোনা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষোদগার স্ট্যাটাস দেওয়ায় কক্সবাজারে রাশেদুল আমিন (৪৩) নামের একব্যক্তিকে আটক করেছে র‍্যাব। আটক রাশেদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পালপাড়ার নুরুল আমিনের ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে সদরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, রাশেদ ‘সিরাজ সিকদার’ নামের একটি‌ ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আইইডিসিআর’র পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিষোদগার করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়। স্ট্যাটাস দেওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, আটক রাশেদুল আমিনকে বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার সুকুমার রায় বাদী হয়ে থানায় একটি মামলায় দায়ের করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!