ফের আন্দোলনের পথে কেজরিওয়াল

image_206212.kejriwal-655x360
দিল্লির মসনদে বসার আগে আন্দোলনের নেতা হিসাবেই পরিচিত ছিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিোয়াল। বেশ কিছু দিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার পর ফের আন্দোলনের পথে ফিরছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রিত্বে শপথ নেওয়ার পর আগামী ২২ এপ্রিল প্রথম জমি অধিগ্রহণ বিলের বিরোধিতায় দলের বিধায়ক, সমর্থক এবং কৃষকদের নিয়ে পথে নামছেন তিনি৷ ওই দিন যন্তর-মন্তর থেকে প্রতিবাদী মিছিল নিয়ে সংসদের দিকে যাবেন তিনি৷ তাঁদের দাবি, শিল্পের জন্য জমি অধিগ্রহণ পদ্ধতি আরও সহজ করতে হবে।
একই দাবিতে ১৯ এপ্রিল পথে নামছে কংগ্রেস৷ এই অন্দোলনের নেতৃত্বে থাকবেন খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধী৷ উল্লেখ্য, বাজেট অধিবেশন শুরুর আগেই ছুটিতে চলে যান রাহুল৷ ১২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তাঁর৷ ওইদিন জনসভায় বক্তৃতাও দেবেন রাহুল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!