ফেনি অতিক্রমের পর ডাকাতের কবলে চট্টলা এক্সপ্রেস

চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী অতিক্রম করার পর ডাকাতের কবলে পড়েছে। বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফেনী পার হয়ে ফাজিলপুর এলাকা পৌঁছে ডাকাত দল মালামাল লুট করে কেটে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল চারটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেনী স্টেশন পার হওয়ার পর ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল ফেনী থেকে ট্রেনের ছাদে উঠেছিল। তারা ছাদে থাকা যাত্রীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়েছে। ডাকাতদের ছুরির আঘাতে দুই যাত্রী আহত ও হয়েছেন। বর্তমানে তারা
চিকিৎসাধীন আছেন। আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

চট্টলা এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশনে আসলে জিআরপি পুলিশ সন্দেহজনক দশজনকে আটক করেছে বলেও জানান তিনি।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!