ফেসবুক মেসেঞ্জারে নতুন বছরের ‘শুভেচ্ছা’ লিংকটি বিপদজনক!

ফেইসঅ্যাপের পর ‘সারপ্রাইজ ম্যাসেজ’

সাম্প্রতিক সময়ে ফেইসঅ্যাপ জ্বরে ভুগেছিল সারা বিশ্ব। হুজুগে এই অ্যাপ হাতিয়ে নিয়েছিল ১৫ কোটি ব্যক্তির তথ্য। এবার নববর্ষকে সামনে রেখে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসাঞ্জারে নতুন বছরের শুভকামনা জানাতে লিংক ফরোয়ার্ড করছেন বহু মানুষ। এতে করে তথ্য হ্যাকিং হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা এটিকে ‘স্প্যাম’ বলে দাবি করে লিংকটি ক্লিক কিংবা ওপেন না করারও পরামর্শ দিয়েছেন।

সাইবার সিকিউরিটি সেন্টারের গবেষক সৈকত বিশ্বাস বলেন, এটা একটি স্প্যাম। ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। এর মাধ্যমে তথ্য চুরি হতে পারে।

মেসেঞ্জারে শুভেচ্ছার নামে wish-you.co, wish4u.co, my-love.co বা এমন লিঙ্ক থেকে মেসেজ পাঠানো হয়।
এদিকে নেটিজেনরা এই মেসেজ নিয়ে তাদের বিরক্তিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নববর্ষের শুভেচ্ছা পাঠানো লিঙ্কটির বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, ‘একটি চক্র মেসেজ দিয়ে ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। লিঙ্ক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে এ রকম মেসেজ পাঠানো হচ্ছে।’

তিনি বলেন, এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান আদিল হাসান।

এ বিষয়ে সবাইকে সতর্ক করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম ফেসবুকে লিখেছেন, সন্ধ্যায় একটি ম্যালওয়্যার মেসেঞ্জারের ইনবক্স জুড়ে ভাইরাল হয়ে যায়। সেখানে ব্যাকরণগত ভুলভাবে লেখা হয়েছে। আই এম সেন্ড- ভুল বাক্য।

‘সারপ্রাইজ ম্যাসেজ’ এর ছবি শেয়ার করে তিনি আরো লিখেন, ‘এটি ম্যালওয়ার হতে পারে এবং এটি আপনার সিস্টেমের ক্ষতি করতে পারে। দয়া করে এই লিংকটি এড়িয়ে যান। ক্লিক করবেন না।’

কথিত ‘সারপ্রাইজ ম্যাসেজ’ এর ছবি যুক্ত করে ঢাকা মহানগর পুলিশে কর্মরত উপকমিশনার ছানোয়ার হোসেন সানি ফেসবুকে লিখেছেন, ‘সাবধান! ওপেন করবেন না এই ম্যাসেজটি। এটি ম্যালওয়্যার।’

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!