ফুলকলির পণ্যে মরা পোকা, সাত লাখ টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে বাকলিয়াস্থ ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ মে) সকালে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান বলেন, ফুলকলিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান যাই। সেখানে গিয়ে দেখি পণ্য তৈরির কাঁচামালের উপর মরা পোকা ও মাছি পড়ে আছে। এ সময় তাদের সাত লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কামান্ডার মেজর মেহেদী হাসান, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!