ফুটবল খেলতে এসে চট্টগ্রাম কারাগারে মারাই গেলেন ঘানার সেই খেলোয়াড়

চার মাস আগে চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ঘানার দুই নাগরিকের একজন মারা গেছেন।

শুক্রবার (১ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফ্রাঙ্ক এনতিম টিউমের (৪০) মৃত্যু হয়। তিনি একজন ফুটবলার ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফ্রাঙ্ক বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কারাগারে স্ট্রোক করলে সেদিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১ মে) সকালে তার মৃত্যু হয়েছে।

গত ৩ জানুয়ারি কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর চেক পোস্টে বাস থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন ফাঙ্ক এবং তার স্বদেশী রিচার্ড জিফা।

সে সময় পুলিশ জানায়, এই দুই বিদেশি নাগরিক ফুটবলের সাথে সম্পৃক্ত। ফুটবল খেলতে ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলেন তারা। খেলা না হওয়ায় ঢাকায় ফেরার পথে শাহ আমানত সেতু এলাকায় পুলিশের তল্লাশিতে তাদের ব্যাগে ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় ৪ জানুয়ারি থেকে চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন এই দুই বিদেশি নাগরিক।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!