ফিশারীঘাটে ভ্রাম্যমান অভিযানে ৭৫ কেজি মাছ জব্দ

চট্টগ্রাম মহানগরীর ফিশারীঘাটে জেলি পুশ করা, কৃত্রিম রং ব্যবহার ও জাটকা মাছ মজুদ করার অপরাধে তিন মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই সময় ৭৫ কেজি মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাতটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এই অভিযান পরিচালনা করন।

মো. আলী হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অভিযানে ফিশারীঘাট থেকে জেলি পুশ করা ২৫ কেজি চিংড়ি মাছ, কৃত্রিম রং মিশ্রিত ৪৫ কেজি পোয়া মাছ এবং ৫ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত জেলে শিপন দাশকে পাঁচ হাজার টাকা, মো. জিয়াকে তিন হাজার টাকা ও মো. তাজুকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কিছু মাছ এতিমখানায় বিলি করা হয় এবং অবশিষ্ট মাছ ধ্বংস করা হয়।’

জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!