ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি না দিতে বিআরটিএর চিঠি

ফিটনেসবিহীন কোন গাড়িতে জ্বালানি না দিতে বাংলাদেশ সড়ক পরিবহনের (বিআরটিএ) সকল সার্কেলে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দিয়েছে বিআরটিএ। বুধবার (৪ ডিসেম্বর) দেওয়া এ চিঠিতে জ্বালানি পাম্পগুলোকে কাগজপত্র দেখে জ্বালানি দেওয়ারও অনুরোধ করা হয়।

জানা যায়, ২৩ অক্টোবর হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও একেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি না দেওয়ার আদেশ দেন।

বিআরটিএর চিঠিতে দেশের সকল পেট্রোল পাম্প, সিএনজি পাম্প, এলপি গ্যাস প্রতিষ্ঠান, দোকান কর্মচারীকে জ্বালানি দেওয়ার সময় মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, প্রযোজ্য ক্ষেত্রে লেবেল/ ডিকল স্টিকার দেখে জ্বালানি দেওয়ার জন্য চিঠি দেন।

চিঠিতে যানবাহন মালিক, চালক এসব স্টিকার গাড়ির উইন্ডশিল্ডের দৃশ্যমান জায়গায় লাগানোর জন্য বলা হয়।
যে যানবাহনের এসব কাগজপত্র হালনাগাদ আছে তা উইন্ডশিল্ডের দৃশ্যমান জায়গায় না লাগালে তাদের জ্বালানি না দেওয়া ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

এছাড়া গাড়ির ফিটনেস নবায়নের সময় ট্যাক্স টোকেন, রুট পারমিট প্রযোজ্য ক্ষেত্রে লেবেল/ ডিকল স্টিকার লাগানো আছে কিনা তা নিশ্চিত করার জন্য সকল বিআরটিএ সার্কেলের উপ-পরিচালকদের চিঠি দেওয়া হয়।

সিএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!