ফিঙ্গারপ্রিন্টেই খুলবে হোয়াটসঅ্যাপ, বন্ধও

নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টে হোয়াটসঅ্যাপটি লক করা এবং তা খোলা যাবে। তবে এটি এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্যই আনা হচ্ছে। ব্যবহারকারীদের হ্যাকার এবং আশেপাশের লোকদের কাছ থেকে নিরাপদ রাখাই এই ফিচারের অন্যতম উদ্দেশ্য।

যারা নতুন হোয়াটসঅ্যাপ সংস্করণটি ইনস্টল করেন তবে সে সময় তার ফিঙ্গারপ্রিন্ট দেবার জন্য স্ক্যান করতে হবে। তাহলে পরে সেই ফিঙ্গারপ্রিন্ট দিলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন তারা।

চলতি বছরের শুরুর দিকেআইফোনে টাচ আইডি এবং ফেইস আইডি প্রযুক্তি চালু করে হোয়াটসঅ্যাপ।

কেউ এখন হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাইলে তাকে মাধ্যমটির সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। এরপর প্রাইভেসি অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট লক অপশনে যেতে হবে। সেখানে গিয়ে টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার পর থেকে মাধ্যমটি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে লক ও আনলক সুবিধা পাওয়া যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!