ফায়ার স্টেশনের ফটকে ধাক্কা : আহত ৭

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার ষ্টেশনের ফটকে ধাক্কা লেগে যাত্রী বাহি বাসের ৭ নারী যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৭ টার সময় পোশাক শ্রমিক পরিবহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন ভবনের ফটকে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

bna-9

এ ঘটনায় আহতরা হাসপাতালে ভর্তি করলে তারা সকলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গুরুতরভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

আহতরা হলেন ডিসি রোড এলাকার ঋতুপর্ণা (১৮) ও ব্যাটারি গলি এলাকার আঁখি দাশ (৩১), চকবাজার এলাকার ঝর্না (৪০), জবা মজুমদার (৩৫), তসলিমা আক্তার (২৫), সুমি আক্তার (২৬), নীলিমা বড়ুয়া (৩৬)।  তারা সকলেই নগরীর ইপিজেড এলাকার একটি পোষাক কারখানার পোষাক শ্রমিক।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল জানায়, ইপিজেডগামী শ্রমিক পরিবহনকারী চট্টমেট্রো ১১-১১১৫ নম্বর বাসটি ব্রেক ফেল করে ফায়ার স্টেশনের ফটকে ধাক্কা দেয়।

 

ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় দমকল কর্মীরা।

 

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!