ফয়’স লেকে ৩১৭ কেজি সরকারি চাল উদ্ধার করল চসিক কাউন্সিলর, ট্রাক আটক

চট্টগ্রামের পাহাড়তলী’র ফয়’স লেক এলাকা থেকে ৩১৭ কেজি সরকারি খাদ্য অধিদপ্তরের চাল উদ্ধার করা হয়েছে। মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রেখে পরে চাল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

এরপর লোকজন স্থানীয় কাউন্সিল জহিরুল আলম জসিমকে খবর দেন। তিনি এসে ট্রাকে লুকিয়ে রাখা এসব চাল উদ্ধার করে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ৯ নম্বর উত্তর পাহাড়তলীর ফয়’সলেক এলাকা থেকে দুপুর ১টার দিকে এসব চাল বহনকারী ট্রাকও আটক করা হয়।

আকবরশাহ থানার এএসআই আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খাদ্য অধিদপ্তরের ৩১৭ কেজি বস্তা চাল আটক করেছে স্থানীয় লোকজন।’

স্থানীয় যুবলীগ নেতা শামীম ও খোকন শীল জানান, গরীবদের মাঝে কমদামে চালবিক্রি করতে খাদ্য অধিদপ্তরের ডিলার সুভাষ চৌধুরীর লোকজন ২ হাজার কেজি চাল নিয়ে আসে। কিন্তু মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রেখে পরে চাল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। এতে সন্দেহ তৈরি হলে ট্রাকটিতে তল্লাশি চালায় স্থানীয় লোকজন। সেখান থেকে অবিক্রীত অবস্থায় থাকা ৩১৭ কেজি চাল উদ্ধার হয়৷

এ বিষয়ে স্থানীয় কাউন্সিল জহিরুল আলম জসিম বলেন, ‘স্থানীয় লোকজনের সন্দেহের বিষয় আমাকে জানালে আমি ট্রাক চেক করতে বলি। পরে চাল মজুদ রাখার সত্যতা পেয়ে থানায় ফোন দিই।’

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!