ফতেয়াবাদে ফুটপাত দখল করে নার্সারি, প্রশাসনের উচ্ছেদ

হাটহাজারি চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ স্কুল মাঠের পাশে ১০০ ফুট ফুটপাত দখল করে নার্সারি করে গাছ বিক্রি করছিল বহু বছর ধরে। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ফুটপাত অবৈধ দখলমুক্ত করেন।

জানা যায়, বৃহস্পতিবার (১ আগস্ট ) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে যাওয়ার পথে ফতেয়াবাদ অতিক্রম করার সময় দেখেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মূল সড়ক ধরে চলাচল করছে। কারণ জানতে গিয়ে তিনি দেখেন ফতেয়াবাদ স্কুল মাঠের পাশে ফতেয়াবাদ নার্সারি ১০০ ফুট ফুটপাত দখল করে গাছ, ইট, কংক্রিট, বালি রেখে ব্যবসা করছে। ফলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়ক ধরে চলাচল করছেন।

ফতেয়াবাদে ফুটপাত দখল করে নার্সারি, প্রশাসনের উচ্ছেদ 1

পরে তিনি তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে চলাচল উপযোগী করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমি হাটহাজারি রোড দিয়ে যাওয়ার পথে দেখলাম স্কুলের শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে মূল সড়ক ধরে চলাচল করছে। আমি তাৎক্ষণিকভাবে ফুটপাত উদ্ধার করে চলাচল উপযুক্ত করি। নার্সারির মালিক মো. জসিমকে পাওয়া যায়নি।

সিএম/আরিফ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!