ফতেনগর অহিংস সেবক সংঘের বুদ্ধ পূর্নিমা উদ্যাপন

ফতেনগর অহিংস সেবক সংঘের বুদ্ধ পূর্নিমা উদ্যাপন 1চন্দনাইশ উপজেলায় এতিহ্যবাহী তীর্থ ভূমি ফতেনগর গ্রামের কেন্দ্রীয় সংগঠন ফতেনগর অহিংসা সেবক সংঘের উদ্যেগে গত ১০মে ত্রি স্মৃতি বিজরিত শুভ বুদ্ধ পূর্নিমা ধর্মীয় ভাব গম্ভীর সহকারে মহাবোধী প্রাঙ্গনে উদ্যাপিত হয়। এ’ উপলক্ষে পূর্ব রাত্রে বুদ্ধ কীর্তন এবং ভোর বেলা প্রভাত ফেরী, সকাল বেলা জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, দুপুরে বুদ্ধ পূজা ও পুষ্প পূজা এবং বিকাল বেলা বেষয্য সংঘ দান ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, শ্রীমৎ দেবানন্দ মহাস্থবির। উদ্বোধন করেন শ্রীমৎ সোমানন্দ মহাস্থবির, প্রধান ধর্ম দেশক শ্রীমৎ সুমঙ্গল মহাস্থবির ও আর্শিবাদক প্রজ্ঞা সুমঙ্গল ভীক্ষু। স্বাগত বক্তব্য রাখেন, অহিংসা সেবক সংঘের সাধারন সম্পাদক, মৃদুল কান্তি বড়–য়া। আলোচনায় অংশ গ্রহন করেন বকুল কান্তি বড়–য়া, যীশু বড়–য়া, উদ্যাপন পরিষদের আহব্বায়ক প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়–য়া, শিক্ষক শংকর বড়–য়া, প্রতীম বড়–য়া, অর্নব বড়–য়া, অনন্যা বড়–য়া (ঝুমু) ও তপতি বড়–য়া (মুনু)। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন প্রদীপ বড়–য়া ও ত্রিদীপ বড়–য়া। অনুষ্ঠানে বিশ্বাশান্তি কামনায় সমবেত প্রার্থনা, প্রদীপ পূজা, বিদর্শন ভাবনাসহ পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন করা হয়। পঞ্চশীল প্রার্থনা করেন সুশান্ত বিকাশ বড়–য়া ও বাদল বরন বড়–য়া অষ্টশীল প্রার্থনা করেন। শুভ বুদ্ধ পূর্নিমা উদ্যাপনের জন্য ফতেনগর অহিংসা সেবক সংঘের সভাপতি আইনজীবি জয়শান্ত বিকাশ বড়–য়া শুভ বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা বাণী পাঠান। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!