ফণীর হাওয়ায় সীতাকুণ্ডে বিদ্যুতের খুঁটি পড়ল বসতঘরে

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে চট্টগ্রামের অনেক স্থানে মৃদু বৃষ্টিপাত হচ্ছে। কখনো বইছে দমকা হাওয়া। চট্টগ্রামের আশ্রয়কেন্দ্রগুলোতে এরই মধ্যে আশ্রয় নিয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। এদের মধ্যে সন্দ্বীপ, বাঁশখালী ও সীতাকুণ্ডের লোকজন বেশি।

sitakunda-fani

ফণীর প্রভাবে সীতাকুণ্ডের উপকূলীয় এলাকাগুলোতে থেমে থেমে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। কখনও কখনও তা হয়ে উঠছে তীব্র। রাত একটার দিকে সীতাকুণ্ডের ঘোরামারা বুলবুলি পাড়ায় বিদ্যুতের একটি খুঁটি ভেঙে একটি বসতঘরের ওপর পড়ে। তবে এতে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!