ফণীর প্রভাবে মহেশখালীর ধলঘাটার পাঁচ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে।

জানা গেছে, শনিবার সাগরের জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে ধলঘাটা ইউনিয়নের পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হল ধলঘাটার উত্তর সুতুরিয়া, পানির ছড়া, নাছির মোহাম্মদ ডেইল, সিকদার পাড়া ও বনজামিরা ঘোনা।

ধলঘাটা ইউপির চেয়ারম্যান কামরুল হাসান জানান, ঠিকাদার আতিকুল ইসলামের অবহেলার কারণেই শরইতলা থেকে হামিদখালী পর্যন্ত এক কিলোমিটার বাঁধ খোলা থাকার কারণে গ্রামগুলো প্লাবিত হয়েছে। ঠিকাদার কাজটির ওয়ার্ক অর্ডার নেওয়ার পর দুই বছর ধরে কাজ শুরু না করে ফেলে রেখেছে। যে কারণে ওই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চেয়ারম্যান।

তিনি আরো জানান, এই ঠিকাদারের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড বরাবরে ও জেলা প্রশাসকের কাছে । এছাড়াও গুরুত্বপূর্ণ মিটিংয়ে এবং বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষয়ে খবরও ছাপানো হয়েছি। এতে কাজ হয়নি।

স্থানীয়রা বলেন, ফণী যা ক্ষতি করার করেছে। বর্ষা শুরুর আগে বেঁড়িবাঁধের সংস্কার কাজ শুরু করলে এলাকার জনসাধারণের কষ্ট লাঘব হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!