ফটিকছড়ির সুয়াবিলে মাঘী পূর্ণিমা উৎসব

মহাযোগীরাজ শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংস (ফকির) বাবাজীর পূণ্যময় ২০৬ তম আবির্ভাব ও ১২৪ তম তিরোধাম উপলক্ষে মাঘী পূর্ণিমা উৎসব চট্টগ্রামের ফটিকছড়ি সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল উষাকীর্তন মঙ্গলারতী, পূজা, গীতাপাঠ, ধর্মসভা ধর্মীয় সংগীতাঞ্জলী, অধিবাস কীর্তন ও মহানাম সংকীর্তন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুয়াবিল সিদ্ধাশ্রম মঠের অধ্যক্ষ স্বামী দেবানন্দ মহারাজ।

আশ্রম সভাপতি পরেশ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে সুমন বণিক ও পার্থ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজ –উদ-দৌলা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন, কাউন্সিলর আমান উল্লা, রণজিত চৌধুরী, ডা.হরিপদ চক্রবর্তী, কাউন্সিলর সোলায়মান, যুবনেতা সুমন সিকদার, আক্কাস উদ্দীন, রূপক দে, রুপন ধর, ইউপি সদস্য সাধন চৌধুরী, পরিমল মন্ডল, সাংবাদিক বরুণ আচার্য্য বলাই, ডা. সুব্রত চৌধুরী।

ধর্মসভায় উপস্থিত ছিলেন অভয়ানন্দ ব্রম্মচারী, স্বামী উজ্জ্বলানন্দ মহারাজ, প্রসিদ্ধানন্দ মহারাজ ও তাপসানন্দ মহারাজ।

সন্ধ্যায় গুরুদাশ পরমহংস (ফকির) বাবাজীর জীবনালোকে ভক্তিমূলক সংগীতাঞ্জলী পরিবেশনা করা হয়। এতে সংগীত পরিবেশনা করেন বেতার ও টিভির খ্যাতিমান শিল্পী শিমুল শীল, সুজন ভট্টাচার্য্য, লিটন সূত্রধর, তুষ্টি ধর প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!