ফটিকছড়ির রায়পুর কচি সংঘের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়ির সামাজিক সংগঠন রায়পুর কচি সংঘের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন সম্পন্ন হয়।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভাপতি রুপন কুমার নমঃ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. জসিম উল হাসান, ডরপ পরিচালক বদিউল আলম, হুসাইন আহমেদ নেয়াজী, আইয়ুব পাশা বাবুল, নাজীম উদ্দীন, এইচএম রফিক, মো. হানিফ, ইউপি সদস্য সরোয়ার হোসেন, আনোয়ার পাশা হানিফ, জাহেদুল আলম, এয়াকুব হোসেন, সেলিম উদ্দীন, নুরুল আবছার, সাবেক ইউপি সদস্য মো. ইউনুস, হাফেজ রশিদ আহমেদ, সাইফুদ্দিন মাহমুদ, ইকবাল পারভেজ ভুট্টো, মো. তাহের।

আলোচক হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মইনুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শহীদুল আজীম আজাদ, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে পাঠ করেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আহমেদ উল্লাহ। নবগঠিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ প্রধান অতিথির কাছ থেকে শপথ বাক্য পাঠ করে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফয়সাল দীপু।

সংগঠনের প্রতিষ্ঠাকালে সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সিরাজকে স্মরণ করে আলোচনা সভায় বক্তারা বলেন, সিরাজ চেয়ারম্যান সমাজ তথা সমগ্র এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। যা কখনো ভুলবার নয়। তাই তিনি সকলের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি রুপন কুমার যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সংগঠনের উন্নয়নে অবদান রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!