ফটিকছড়ির নালিরকুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রামের ফটিকছড়ি সুয়াবিলের স্বেচ্ছাসেবী সংগঠন বারমাসিয়া নালিরকুল একতা সংঘের উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী পিএসসি-বৃত্তিপ্রাপ্ত ও জেএসসি এ-প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদেরসংবর্ধনা ও সম্মাননা স্মারক অনুষ্ঠান সম্পন্ন হয়।

গত ১৩ মার্চ বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিয়াজানের সভাপতিত্বে এবং আরফিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং কনসালটেন্টের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ নুরুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন বারমাসিয়া চা বাগানের পরিচালক ও বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পরমেশ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুয়াবিল ফাউন্ডেশনের সভাপতি শাহাজাহান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুল আনোয়ার, নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন, বারমাসিয়া নালিরকূল জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল আলম আল কাদেরী, বারমাসিয়া তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন সিকদার, বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ডা. মিল্টন কুমার দে, দুরন্ত পথিক যুব সংঘের প্রতিষ্ঠাতা এরশাদ উদ্দীন ইউনুস, সুয়াবিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাহার আলম, সাংবাদিক মোহাম্মদ সাইফুর রহমান সোহান, সাংবাদিক মোহাম্মদ দৌলত সৈকত, সুয়াবিল ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ এমরানুল হক, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরকান, মোহাম্মদ এমরান হোসেন মনজু, মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরমান, পংকজ, রাব্বি, সোহাগ, রায়হান, রাশেদ প্রমুখ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!