ফটিকছড়িতে ৭ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং এলাকায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে শাহনগর ইসলামিয়া বাজারে এ আগুনের এ ঘটনা ঘটে।

জানা গেছে, লেলাং শাহ নগর ইসলামিয়া বাজারের মোস্তফা সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷ আগুনে ৭টি দোকান পুড়ে যায়। এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো- মোস্তফা সওদাগরের চায়ের দোকান, বাদল ডাক্তারের হোমিওপ্যাথিকের চেম্বার, মোহাম্মদ করিমের মুরগির ফার্ম, আল আমিনের মাছের দোকান, মোহাম্মদ আইয়ুবের সবজির দোকান, মোহাম্মদ নাসিরের কলার দোকান, আব্দুস সালামের মুরগির ফার্ম। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।

এব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানগুলো টিন আর বাঁশের বেড়ার হওয়ার দ্রুত আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা বলে হচ্ছে।

সিএম/এমএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!