ফটিকছড়িতে সড়ক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ

৩০০ টাকা দৈনিক মজুরি দাবিতে এবার ফেনী-খাগড়াছড়ির সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে রামগড় চা বাগানের শ্রমিকরা।

সারাদেশে চা শ্রমিকদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে তারা সড়ক অবরোধ করে আন্দোলনে নামে।

শুরুতে বাগানের ভেতরে আন্দোলন করলেও কিছু সময় পর শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। এ সময় ফেনী-খাগড়াছড়ি সড়ক অচল হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যাটজটের সৃষ্টি হয়।

পরে আন্দোলনরত চা শ্রমিকদের অনুরোধ করতে উপস্থিত হন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহাদাত হোসেন সাজু।

এ সময় তারা দাবি নিয়ে বাগান মালিকদের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে চা শ্রমিকরা আন্দোলন স্থগিত করে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আবারও সড়ক অবরোধসহ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয় চা শ্রমিকরা।

আন্দোলনের বিষয়ে রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড় জানান, ‘চা বাগান মালিকরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করে আমাদের দয়া দেখাচ্ছেন তারা। কিন্তু আমরা কারও দয়া চাই না। আমরা আমাদের ন্যায্য দাবি চাই। বর্তমান যুগে কোথাও এ মজুরি নেই।’

গত ২০ আগস্ট শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে চা শ্রমিক নেতাদের বৈঠকের পর দৈনিক ১৪৫ টাকা নতুন মজুরি ঘোষণা করা হলেও বিভিন্ন উপজেলার চা বাগানের শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে। এ নিয়ে উদালিয়া চা বাগান, খৈয়াছড়া চা বাগান, কর্ণফুলী চা বাগানসহ বিভিন্ন বাগানের শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!