ফটিকছড়িতে পল্লী উন্নয়ন সংগঠনের ত্রাণ বিতরণ

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মাতব্বর পাড়ায় করোনাভাইরাস প্রকাপে কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে স্থানীয় মন্দিরের মাঠে মাতব্বর পাড়া পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক সুমন কুমার দে বলেন, ‘করোনা বিশ্বকে আক্রান্ত করেছে। চট্টগ্রামেও দিনদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সরকারের নির্দেশনা সবাইকে তাই সবাইকে মেনে চলতে হবে।’ তিনি সবাইকে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি হোম কোয়ারেন্টাইন মেনে চলারও আহবান জানান।

এ সময় ৪০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, পেঁয়াজ, তেল, সাবান ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জিসু চন্দ্র দে, নিউটন দে, ডা. কেশব চন্দ্র দে, ডা. রবিন্দ্র দে, বাসু চন্দ্র দে, অসীম দত্ত, বিশ্বজিৎ দে, অনিক দে, মিটুন দে, বিশু দে, অলক দে, পনব দে, অভি দে, ছোটন দে, ইমন দে প্রমুখ।

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!