ফটিকছড়িতে নিখোঁজের দুদিন পর মিললো সাবেক ইউপি সদস্যের লাশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের দুই দিন পর সামশুল আলম (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের শেয়ার বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সামশুল আলম উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা যায়, সামশুল লেলাং মাহালিয়া টিলা সংলগ্ন ইছাপুইজ্জের বাড়িতে নিজ বসতঘর থেকে শুক্রবার নিখোঁজ হন। প্রতিদিনের মতো রাত ৯ টায় তিনি ঘুমাতে গেলেও তার এক ঘণ্টা পর থেকে সামশুল আলমকে আর ঘরে দেখা যায়নি বলে জানিয়েছেন তার দৌহিত্র সাগর হোসেন।

সাগর আরও জানান, তার চলাফেরায় নিয়মিত লাঠি ব্যবহার করলেও সেটিও নিয়ে যাননি। আত্মীয়স্বজনের বাড়িসহ সব স্থানে খোঁজ করেও তার কোনো হদিস মেলেনি। সকালে তাদের উঠানে তার দাদার পরনের কাপড়গুলো কে বা কারা রেখে চলে যায়, তা দেখে তারা বিস্মিত হয়েছেন। নিখোঁজের দুইদিন পর রোববার পার্শ্ববর্তী শেয়ারবিলে তার লাশ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের আত্মীয়স্বজনরা বন্যার পানিতে সামশুল আলম মৃত্যুবরণ করেছেন বলে তা নিশ্চিত করেছেন। আবেদন করায় লাশ মর্গে না পাঠিয়ে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!