ফটিকছড়িতে ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে ১২জন গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে দুইদিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ও সোমবার (২ ও ৩ নভেম্বর) দিবারাতে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

২ নভেম্বর গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের অচি সওদাগর বাড়ির সোলাইমানের পুত্র মো. হাসান (৩৮), লেলাং ইউপির ৭নম্বর ওয়ার্ডের হাদিনগর গ্রামের হাফেজ মাওলানা আমির হোসেনের পুত্র মো. রাশেদ (২২),ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ধুরুং এলাকার খতিফের বাপের বাড়ি সংলগ্ন আলী হোসেন মুন্সি বাড়ির আবুল বশরের পুত্র মো. জাহাঙ্গীর।

৩ নভেম্বরে গ্রেপ্তারকৃতরা হলেন ফটিকছড়ি পৌরসভার ধুরুং খতিজার বাপের বাড়ির মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে মো. ওসমান (৩৫),পূর্ব মন্দাকিনি সফি বাবুর্চি বাড়ির আমির হোসেনের ছেলে মো. সুমন (৩২), দৌলতপুরের সালেহ আহাম্মদ ড্রাইভার বাড়ির মৃত কবির আহাম্মদের ছেলে মো. মঞ্জুর আলম প্রকাশ মুঞ্জু (৩২), পূর্ব ধলই গার্জিয়ান পাড়া কালা মিয়া টেন্ডল বাড়ির মো. বশরের ছেলে মো. রুবেল (২৬),ভোলা জেলার চরফ্যাশন থানার (পূর্ব ধলই বর্তমানে আনোয়ার সওদাগর কলোনি) উত্তর মাদ্রাজ ইয়াছিন সেরাং বাড়ির ইয়াছিন সারাং এর ছেলে মো. নুর নবী প্রকাশ নবী (৩৫), ফকিরহাট আজিজ সওদাগর বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. সুমন প্রকাশ সোহেল (২৯),দক্ষিণ ধুরুং বেলায়েত আলী সওদাগর বাড়ির মৃত নুর আহাম্মদের ছেলে আলমগীর (৩০), সায়েরা পাড়া নাহিদ মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত ইলিয়াছ প্রকাশ মনার ছেলে মো. রহিম (৩০) ও উত্তর রাঙ্গামাটিয়া মৃত আবুল কালামের ছেলে মো. আলমগীর (৫৫)।

Robbery-at-Fatickchari-02

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ফটিকছড়িতে গত ৪ মাসে ৬টি ডাকাতি মামলা রেকর্ড হয়েছে। অনেকদিন ধরে আমরা দলটিকে ধরার চেষ্টা করি। অবশেষে শনিবার (২ নভেম্বর) অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেপ্তার করি। তাদের জিজ্ঞাবাদের পর রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে আরো ৯ ডাকাতকে গ্রেপ্তার করি।

আরো বলেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ডাকাতির ঘটনায় তারা জড়িত থাকার কথা স্বীকার করে। আইনি প্রক্রিয়া শেষে আসামীদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এনজে/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!